ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইডেনে প্রথম ইনিংসে ১২২ রানের লিড নিল শ্রীলঙ্কা

প্রকাশিত: ২১:২৫, ১৯ নভেম্বর ২০১৭

ইডেনে প্রথম ইনিংসে ১২২ রানের লিড নিল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক ॥ ইডেনে ২৯৪ রানে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস। ১২২ রানের লিড নিল শ্রীলঙ্কা। ভারতের হয়ে চারটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামি। দু'টি উইকেট উমেশ যাদবের। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান রঙ্গনা হেরাথের(৬৭)। এ ছাড়াও রান পান অ্যাঞ্জেল ম্যাথুজ(৫২) এবং লাহিরু থিরিমানে(৫১)। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ছিল ১৬৫/৪। কিন্তু ইডেন টেস্টের চতুর্থ দিন শুরু হতেই বল হাতে আগুন ঝরাতে থাকে ভারতীয় পেসাররা। দিনের শুরুতেই অধিনায়ক চন্ডীমল(২৮) এবং ডিকবেলাকে(৩৫) তুলে নিয়ে প্রথম আঘাত হানেন মোহাম্মদ শামি। এর পর এক এক করে নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×