ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তরুণী গৃহবধু সুমীর আত্মহননের চেষ্টা

প্রকাশিত: ২০:৪৪, ১৯ নভেম্বর ২০১৭

তরুণী গৃহবধু সুমীর আত্মহননের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ পরকীয়ার সম্পর্কে বাধা হওয়ায় তরুণী গৃহবধু এক সন্তানের জননী সুমীকে মারধর করেছে পাষন্ড স্বামী রাকিবুল। কিল-ঘুষি-লাথির আঘাতে জখম করা হয়েছে। গলা চেপে ধরে অচেতন করে দেয়। রাগে ক্ষোভে মনের কষ্টে কীটনাশক খেয়ে আত্মহননের চেষ্টা চালায় সুমী। অবশেষে তার স্বজনেরা কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। এযাত্রা জীবনে বেচে গেলেও এক বছর বয়সী একমাত্র মেয়ে সুমাইয়াকে পর্যন্ত মায়ের কাছে আসতে দেয়া হয়নি। একদিন এক রাত আটকে অবশেষে শনিবার সন্ধ্যায় দিয়ে গেছে। বর্তমানে সুমীর সংসারে এক অনিশ্চিত ভবিষ্যতের ঝড় বইছে। একমাত্র সন্তান নিয়ে স্বামীর সংসারে সুখের বারতা আর বইবে কি না তা ভেবে দু’চোখের পানি ঝরাচ্ছে। বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে শ্রমজীবী রাকিবুলের সঙ্গে আনুমানিক ছয় বছর আগে বিয়ে হয় সুমীর। সুমীর বাড়ি পাশের লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে। ১৭ নবেম্বর দুপুরে বেধড়ক নির্যাতন চালানো হয় তার ওপর। প্রচন্ড অভিমান আর ক্ষোভে মধ্যরাতের পরে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সুমী। সুমী এবং তার ভাই সুমন জানায়, এনিয়ে ১০/১২ বার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু কোন স্থায়ী সমাধান হয়নি। জীবনের ঝড় যেন ক্রমশ ধেয়ে আসছে জীবন-সংসারকে তছনছ করতে। ফের সালিশ বৈঠকে সমাধানের আশ্বাস দিয়ে সুমিকে বাড়িতে নেয়ার জন্য চেষ্টা করছে রাকিবুলসহ তার সাঙ্গপাঙ্গরা। কলাপাড়া থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×