ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পড়ার বিষয়

পড়তে পারেন ব্যবসায় প্রশাসনে

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ নভেম্বর ২০১৭

পড়তে পারেন ব্যবসায় প্রশাসনে

১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। আইন, ইংরেজী, ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মোট ১৬৮ জন ছাত্রছাত্রী নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে এখানে প্রায় ৮ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তার মধ্যে কয়েকশ’ বিদেশী ছাত্রছাত্রী রয়েছে। কোর্সের সংখ্যাও বেড়েছে বেশ কয়েকটি। তার মধ্যে অন্যতম কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেলিকমিউনিকেশন, ফার্মেসী, সিভিল ইঞ্জিনিয়ারিং ও মাস্টারস অব হিউম্যান রাইটস । বিভিন্ন বিভাগ থেকে পাসকৃত ছাত্রছাত্রীরা চাকরির বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে স্থান করে নিলেও ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে পাস করা ছাত্রছাত্রীদের অবস্থান আরও অনেক উর্ধে। তাদের সাফল্যের মূলে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাদান পদ্ধতি। আর এর নেতৃত্ব ও দিক নির্দেশনা যিনি আছেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের খ্যাতিমান অধ্যাপক ও এ ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের উপদেষ্টা অধ্যাপক মোঃ সেলিম ভূইয়া (তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ)। এ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর-অধ্যাপক কে এম মহসীনÑএর নেতৃত্ব ও তত্ত্বাবধানে এ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষকদের সমন্বয়ে যুগোপোযোগী বিবিএ এবং এমবিএ প্রোগামের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। কোর কোর্সের পাশাপাশি রয়েছে অনেক মেজর কোর্স। যেমন- মেজর ইন ম্যানেজমেন্ট, মেজর ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মেজর ইন এ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, মেজর ইন ফিন্যান্স, মেজর ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মেজর ইন মার্কেটিং এবং মেজর ইন ইনফরমেশন সিস্টেম। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী উল্লিখিত যে কোন বিষয়ে লেখাপড়া করতে পারে। ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিজিীবী এবং বিএমএ ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন শিফট চালু রয়েছে। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেসস্ট্যাডি, চলমান বিষয়ের ওপর এ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক ক্লাস পাটিসিপেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। নিয়মিত ওয়ার্কসপ, সেমিনার, সিম্পোজিয়ামে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর বিবিএ ও এমবিএ ফাইনাল সেমিস্টারে শিক্ষার্থীদের স্ট্যাডি ট্যুর এবং বিভিন্ন সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্্িরয়াল ভিজিটের ব্যবস্থা করা হয়। প্রতি ২ সেমিস্টার পর পর ভাইভা এবং ফাইনাল সেমিস্টারে ইন্টার্নশীপ ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক। এ কোর্সটি ১ নম্বর বনানী রোডে ও ৬৬, গ্রীনরোডে একটি ১২তলা বিশিষ্ট ভবনে চলছে। বনানী ক্যাম্পাসে দিবা ও সান্ধ্যকালীন ৪৯টি ব্যাচ এবং গ্রীন রোড ক্যাম্পাসে দিবা ও সান্ধ্যকালীন ৫৪টি ব্যাচ চালু রয়েছে। বর্তমানে ব্যবসায় প্রশাসন বিভাগে ২৫০০ ছাত্রছাত্রী অধ্যয়নরত। এ ইউনিভার্সিটির অন্য কোর্সগুলোর মধ্যে কয়েকটি বাড্ডার সাঁতারকুলে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে। যোগাযোগ : বাড়ি-০৪, সড়ক-০১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। মোবাইল: ০১৯৩৯৮৫১০৬১-৪। মাঈন উদ্দিন
×