ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাক-আফগান ফাইনাল আজ

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ নভেম্বর ২০১৭

পাক-আফগান ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান-আফগানিস্তান অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল আজ। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে পেছনে ফেলে শিরোপার দৌড়ে আফগান যুবারা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান আসরের দ্বিতীয় সেমিতে নেপালকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের মঞ্চে নাভিন-উল-হকের দল। অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিতে বাংলাদেশের বিপক্ষে ২ রানের জয়ে অনেকটা ভাগ্যগুণে শিরোপার লড়াইয়ে হাসান খানের পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়। আয়রনম্যান আরাফাতের সংবর্ধনা আজ স্পোর্টস রিপোর্টার ॥ গত ১১ নবেম্বর মালয়েশিয়ার লাঙ্কাওয়িতে অনুষ্ঠিত হয় ‘আয়রনম্যান মালয়েশিয়া লঙ্কাওয়ি প্রতিযোগিতা’। বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং এই আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন সামছুজ্জামান আরাফাত। এই প্রতিযোগিতা শেষ করতে সময় বেঁধে দেয়া হয় ১৭ ঘণ্টা, যার শুরুটা হয় ৩.৮ কিলোমিটার সাঁতারের মধ্য দিয়ে, সাঁতার শেষ করার পরপরই সাইকেল চালাতে হয় ১৮০ কিলোমিটার এবং শেষ করতে হয় একটি ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার) দৌড়ে সম্পন্ন করার মাধ্যমে। আর এ সম্পূর্ণ পথটি আরাফাত পাড়ি দিয়েছেন ১২ ঘণ্টা ৪৩ মিনিট ২৮ সেকেন্ডে। প্রথম বাংলাদেশী হিসেবে আয়রনম্যান খেতাব অর্জন করার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আজ রবিবার সকাল ১০টায় পিকেএসএফ ভবনে আরাফাতকে সংবর্ধনা দেবে।
×