ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস ভাস্কর্য ॥ জয় বাংলা

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ নভেম্বর ২০১৭

ক্যাম্পাস ভাস্কর্য ॥ জয় বাংলা

পৃথিবীর বুকে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্মের সঙ্গে যে স্লোগানটি সম্পৃক্ত সেটি ‘জয় বাংলা’। এর মতো তীব্র, সংহত ও তাৎপর্যপূর্ণ স্লোগান আর নেই। এই একটি পদেই প্রকাশ পায় রাজনীতি, সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। ইস্পাতের থেকে দৃঢ়, দাবানলের থেকেও ক্ষিপ্র এই অমিত শব্দদ্বয় আমাদের স্বাধীনতা আন্দোলন ও চূড়ান্ত বিজয়ের অবিচ্ছেদ্য অংশ। এই স্লোগানটির মধ্যমে নতুন প্রজন্মের মাঝে যাতে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয় সে লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে ‘জয় বাংলা’ ভাস্কর্য। ‘জয় বাংলা’ স্লোগানটি ছিল মুক্তিযুদ্ধের সময় জনগণের অনুপ্রেরণার মাধ্যম। আর এই ভাস্কর্যটি বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিমূর্ত সেই স্মৃতিকে পৌঁছে দেয়। ভাস্কর্যটির কেন্দ্রে রয়েছে একজন প্রতীকী মুক্তিযোদ্ধার বিপ্লবী ভঙ্গিমা। যেখানে তাঁর কাঁধে ঝুলছে রাইফেল, মাথায় গামছা দিয়ে বাঁধা আর হাতে শোভা পাচ্ছে স্বাধীন বাংলার মানচিত্র সংবলিত জাতীয় পতাকা। ২২ ফুট উঁচু এই ভাস্কর্যটির পাদদেশ লাল রঙের সিরামিক ইটের ঘেরা। ২০১১ সালের মার্চের শেষ দিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও জনতা ব্যাংকের অর্থায়নে এই ভাস্কর্যটি নির্মিত হয়। এই ভাস্কর্যটির নকশা প্রণয়ন করেন বাংলাদেশের খ্যাতনামা ভাস্কর্যশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রফেসর হামিদুজ্জামান খান। ছবি ও লেখা : মোঃ রেদোয়ান হোসেন
×