ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ নভেম্বর ২০১৭

এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ২০-২৪ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বেঙ্গল প্লাস্টিক্স এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা।’ প্রতিযোগিতার মূলপর্বের খেলা আগামী ২০ নবেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে এবং ২৪ নবেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ, হংকং, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, যুক্তরাষ্ট্র এবং শ্রীলঙ্কা থেকে ২২ বালক ও ১৫ বালিকা খেলোয়াড় অংশ নেবে। এদের মধ্যে বাংলাদেশের আছে ১৫ বালক ও ১০ বালিকা খেলোয়াড়। বালক বিভাগে প্রতিযোগিতার শীর্ষ বাছাই ভারতের লেসতন ভাজ। বালিকা বিভাগে দক্ষিণ কোরিয়ার সান মিন হা। প্রতিযোগিতার উদ্বোধন হবে ১৯ নবেম্বর বিকেল ৪টায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। টুর্নামেন্ট উপলক্ষে শনিবার বাংলাদেশ টেনিস ফেডারেশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর এ এস এম হায়দার (সহ-সভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন), রোকনউদ্দিন আহমেদ (সদস্য, বাংলাদেশ টেনিস ফেডারেশন) এবং সানজিদ ইব্রাহিম (এ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার, বেঙ্গল পলিমার ওয়ারস লিঃ)।
×