ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশাবাদী পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

প্রকাশিত: ০৫:৫২, ১৯ নভেম্বর ২০১৭

আশাবাদী পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর লিওনেল মেসি এবং এ্যান্থনি গ্রিজম্যানকে টপকে ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ঐতিহ্যবাহী এই ট্রফি জয়ের ব্যাপারে এবারও দারুণ আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত মৌসুমটা ছিল ব্যতিক্রম। আমরা স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছি। যেখানে আবারও আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম। যদি ব্যালন ডি’অর জিতি তবে সেটা হবে অসাধারণ’। আগামী ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। সেরা এই পুরস্কারের জন্য রোনাল্ডোই অন্যতম ফেবারিট। বিশেষ করে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা অর্জনে রোনাল্ডোর ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। সে জন্যই এবার ফুটবলবোদ্ধাদের চোখে এগিয়ে রয়েছেন সি আর সেভেন। এবার যদি রোনাল্ডো এই পুরস্কার জিততে পারেন তাহলে ছুঁয়ে ফেলবেন লিওনেল মেসিকে। বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসিও পাঁচবার এই পুরস্কার নিজের শোকেসে তুলেছেন। দুর্দান্ত ফর্মে থাকা ৩০ বছর বয়সী লিওনেল মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে এই পুরস্কার জয় করেছিলেন। অন্যদিকে ৩২ বছর বয়সী রোনাল্ডো জিতেছেন ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে। গত মৌসুমে অসাধারণ সমাপ্তির পর এ বছরে রোনাল্ডোর শুরুটা অবশ্য কিছুটা ধীরগতির হয়েছে। লা লিগায় এখন পর্যন্ত তার গোলসংখ্যা মাত্র একটি। রোনাল্ডোর নামের সঙ্গে যা একেবারেই বেমানান। টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট পিছিয়ে। অবস্থান তৃতীয়। তবে নিজের পারফর্মেন্স নিয়ে মোটেও হতাশ নন সি আর সেভেন। তার মতে, ‘কোনকিছুই আজীবনের জন্য নির্ভুল নয়, কোন খেলোয়াড়ই পুরো মৌসুম শতভাগ দিতে পারে না। একটা সময় আসে যখন অন্যদের থেকে নিজেকে ভাল মনে হয়। তারপরও কোন মৌসুমই কারও একরকম যায় না। আমরা এখন ভিন্ন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। আমাদের এটা মেনে নিতে হবে। তার অর্থ এই নয় যে সবসময়ই পরিস্থিতি এমনই থাকবে। অবশ্যই এটা পরিবর্তিত হবে।’
×