ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীরচর্চা নিয়ে সফটওয়্যার আনল এ্যাপল

প্রকাশিত: ০৫:০৮, ১৯ নভেম্বর ২০১৭

শরীরচর্চা নিয়ে সফটওয়্যার আনল এ্যাপল

জিমকিট নামের নতুন এক সফটওয়্যার এনেছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। শরীরচর্চার সময় ব্যবহার করা সামগ্রীতে যুক্ত সেন্সর ব্যবহার করে হৃদস্পন্দনের হার দেখার কাজটা অনেকেই করেন না। কেউ কেউ তাদের ভর অথবা বয়সের তথ্যও শেয়ার করেন না। ব্যবহারকারীরা যখন ‘কুইক স্টার্ট’ বাটন চাপেন আর দ্রুত তাদের শরীরচর্চা শুরু করেন তখন তারা ওই ডিভাইসগুলো থেকে হৃদস্পন্দনের হার বা কতটুকু ক্যালরি খরচ হলো তা নিয়ে খুব একটা সঠিক হিসাব পান না। আর এ বিষয়টিকে মাথায় রেখেই এ্যাপল নতুন এ সফটওয়্যার এনেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ার ফিটনেসফার্স্ট নামের একটি শরীরচর্চা কেন্দ্রে এ সফটওয়্যারের ডেমো সংস্করণ প্রদর্শন করেছে এ্যাপল। এই শরীরচর্চা কেন্দ্রেই জিমকিট সফটওয়্যার উন্মোচন করে প্রতিষ্ঠানটি। সফটওয়্যারটি এ্যাপল ওয়াচের সঙ্গে ট্রেডমিল আর অন্যান্য বহুল ব্যবহৃত যন্ত্রগুলোর সমন্বয় করবে। এর ফলে এ্যাপল আর ওয়াচ ব্যবহৃত যন্ত্রের মধ্যে ডেটা আদান-প্রদান হবে। এক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীর শরীরচর্চা কেমন হয়েছে, তার ভর ও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে কতটুকু ক্যালরি খরচ করা হয়েছে তার একটি বাস্তবিক দৃশ্য উপস্থাপন করা। এতে পুরো শরীরচর্চা শেষে ব্যবহৃত যন্ত্র থেকে সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হবে বলেও দাবি করা হয়েছে। -সিএনবিসি
×