ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিমানের কর্মকর্তা মাহবুবের দুটো কিডনিই নষ্ট, বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:০৮, ১৯ নভেম্বর ২০১৭

বিমানের কর্মকর্তা মাহবুবের দুটো কিডনিই নষ্ট, বাঁচাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল ইসলামের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। জীবন বাঁচাতে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করতে তাকে ছুটে যেতে হয় হাসপাতালে। সঙ্গে আরও কত চিকিৎসা ! গত দু’বছর ধরে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তিনি এখন আর্থিকভাবে নিঃস্ব। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছ থেকে ধারদেনা করে কোন রকমে চলছে চিকিৎসা। ডাক্তাররা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। বিদেশে গিয়ে দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না হলে তার জীবনপ্রদীপ নিভে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এ জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে জমানো ১৫ লাখ টাকা খরচ করা হয়ে গেছে। চিকিৎসার জন্য এখন এত টাকা কোথায় পাবেন মাহবুবুল ? অসুস্থ স্বামীর চিকিৎসা নিয়ে ভেঙ্গে পড়েছেন স্ত্রী সাবরিনা ফেরদৌস। এ অবস্থায় কিডনি বিকলরোগী মুহাম্মদ মাহবুবুল ইসলাম (৩৬) এক জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রিয় দেশবাসী ও দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবার। দু’বছর ধরে তিনি এই রোগে আক্রান্ত। আর গত পাঁচ মাস ধরে নিয়মিত সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করাতে হচ্ছে। কিডনির পাশাপাশি তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্ষীণ দৃষ্টি সমস্যাও দেখা দিয়েছে। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে কর্মরত আছেন মাহবুবুল ইসলাম। কুষ্টিয়ার খোকসা থানাধীন সাত পাঁকিয়া গ্রামে তার বাড়ি। ডায়ালাইসিসবাবদ প্রতি সপ্তাহে ২৪ হাজার টাকা খরচ করতে হয়। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সঞ্চয়ের সবটুকু ব্যয় হয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭১০৯৬১১১৮। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে - মুহাম্মদ মাহবুবুল ইসলাম, ডাচবাংলা ব্যাংক লিঃ উত্তরা শাখা, ঢাকা, হিসাব- ১১৭-১০১-২১৩৮৯৮। বিকাশ নং-০১৯১৪৮৯৯৬৫০। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×