ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৩:১৫, ১৯ নভেম্বর ২০১৭

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দশম অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০ (পূর্ব প্রকাশের পর) ১৩। কিশোর-কিশোরীদের মনে হতাশা সৃষ্টি হওযার কারণ- (র) আর্থিক অসচ্ছলতা (রর) পারিবারিক অশান্তি (ররর) প্রেমে ব্যর্থতা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। পারিবারিক হতাশাগ্রস্ত শিশু-কিশোররা কেন মাদকদ্রব্য গ্রহণ করে? (ক) বন্ধুদের সঙ্গ লাভের জন্য (খ) পিতা-মাতাকে ত্যাগ করার জন্য (গ) পারিবারিক অশান্তি দূর করার জন্য (ঘ) হতাশা থেকে মুক্তিলাভের জন্য। ১৫। মাদকাসক্তির ফলে কোনটি ঘটতে পারে? (ক) অর্থনৈতিক উন্নতি (খ) সামাজিক শৃঙ্খলা (গ) আত্মহত্যার ঘটনা(ঘ) রাজনৈতিক অস্থিরতা। ১৬। মাদক গ্রহণকরীরা- (র) হতাশায় ভোগে (রর) হীনমন্যতায় ভোগে (ররর) পারিবারিক মর্যাদা হ্রাস করে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ১৭। কিশোর অপরাধের অন্যতম কারণ কোনটি? (ক) দারিদ্রতা (খ) বেকারত্ব (গ) নিরক্ষরতা (ঘ) বহু বিবাহ । ১৮। কিশোর অপরাধের অন্যতম কারণ হিসেবে নিচের কোনটি দায়ী করা যায়? (ক) শিক্ষকদের অসচেতনতা (খ) তথ্য প্রযুক্তির উন্নতি (গ) অল্প বয়সে অর্থ উপার্জন (ঘ) অল্প বয়সে বিবাহ। ১৯। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এক ধরনের অপরাধ দেখা যাচ্ছে। আর সেটি হচ্ছে- (ক) ধর্ষণ (খ) ছিনতাই (গ) ইভটেজিং (ঘ) তথ্যপ্রযুক্তির অপব্যবহার। ২০। শিশু-কিশোরদের মনে অনেক সময় হতাশার জন্ম নেয়- (র) পিতা-মাতার স্নেহ বঞ্চিত হলে (রর) ভালো বন্ধু না পেলে (ররর) বিদ্যালয়ের পরিবেশ ভালো না হলে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ২১। কোনটি কিশোর অপরাধ? (ক) খেলাধুলা করা (খ) চুরি করা (গ) সিনেমা দেখা (ঘ) বেড়াতে যাওয়া। ২২। পর্যাপ্ত চিত্তবিনোদনের সাথে কীসের সম্পর্ক রয়েছে? (ক) মানসিক প্রশান্তির (খ) হাসি-তামাসার (গ) অর্থ উপার্জনের (ঘ) সংসার ত্যাগী হয়ে উঠার। ২৩। অষ্টম শ্রেণির ছাত্র পরশ এলাকার বখাটে বন্ধুদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। পরশের সমস্যাটি কোন ধরনের? (ক) সামাজিক (খ) পারিবারিক (গ) অর্থনৈতিক (ঘ) রাজনৈতিক। ২৪। বর্তমানে আমাদের সমাজে ভয়াবহ সমস্যা কোনটি ? (ক) কিশোর অপরাধ (খ) দারিদ্রতা (গ) বেকারত্ব (ঘ) মাদকাসক্তি। ২৫। মাদকাসক্তির সূত্রপাত কীভাবে ঘটে? (ক) পারিবারিক অশান্তির কারণে (খ) অপসংস্কৃতির কারণে (গ) মাদকাসক্ত বন্ধুদের সংস্পর্শে (ঘ) ইন্টারনেটের কারণে। ২৬। মাদক আমাদের জীবনে কী দেয়? (ক) আনন্দ (খ) অর্থ-সম্পদ (গ) ধ্বংসাত্মক পরিণতি (ঘ) সেরা বিনোদন। ২৭। বস্তির শিশু-কিশোররা কেন কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়ে ? (ক) শিক্ষার অভাবে (খ) অল্প বয়সে অর্থ উপার্জনে জড়িত হওয়ায় (গ) সুস্থ পরিবেশের অভাবে (ঘ) পারিবারিক প্রয়োজনে। ২৮। শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন ? (ক) শিশুকে কাঠোর শাসন (খ) পাড়া-মহল্লায় পাঠাগার ও ব্যায়ামাগার নির্মান (গ) সারাক্ষণ পড়াশোনায় ব্যস্থ রাখা (ঘ) টেলিভিশন ও সংবাদপত্র থেকে দূরে রাখা। ২৯। বাবা-মা’র স্নেহ,ভালোবাসা না পেলে শিশুরা হতে পারে- (ক) হতাশাগ্রস্ত (খ) শান্ত প্রকৃতির (গ) কলহপ্রবণ (ঘ) সৃষ্টিশীল। উত্তর ঃ ১৩(গ), ১৪(ঘ), ১৫(গ), ১৬(ঘ), ১৭(ক), ১৮(গ), ১৯(ঘ), ২০(গ), ২১(খ), ২২(ক), ২৩(ক), ২৪(ঘ), ২৫(ঘ), ২৬(গ), ২৭(খ), ২৮(খ), ২৯(ক)।
×