ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে ওএমএস চাল কেলেঙ্কারি

প্রকাশিত: ০২:১১, ১৮ নভেম্বর ২০১৭

কক্সবাজারে ওএমএস চাল কেলেঙ্কারি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ওএমএস চাল কেলেঙ্কারির অভিযোগ পেয়ে জেলা প্রশাসন ওএমএস ডিলারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। শনিবার বেলা ১২টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন শহরের রুমালিয়ারছড়ার শাহেদ এমরান ও টার্মিনালের আবুল কাশেমের ওএমএস সেন্টারে অনিয়ম পাওয়ায় সেন্টার দু’টি সীলগালা করে দিয়েছেন। ইউএনও জানান, জেলা প্রশাসকের নির্দেশে আবুল কাশেম ও শাহেদ এমরান নামের দু’টি ওএমএস সেন্টারে অভিযান চালান। এসময় চাল কেলেঙ্কারির ভয়াবহ চিত্র পরিলক্ষিত হয়। সেখানে ভিয়েতনাম থেকে ভতূর্কি দিয়ে সরকারের কেনা চালের পরিবর্তে মিয়ানমারের অতি নিম্ননের চাল ওএমএস সেন্টারে বিক্রি করা হচ্ছে। সেন্টার দু’টিতে সরকারি চালের বস্তায় মিয়ানমারের নিম্নমানের চাল ভর্তি বস্তা পাওয়া গেছে। ওএমএস সেন্টার দু’টি সীলগালা করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় চাবি দেয়া হয়েছে। ওই দুই সেন্টারের ডিলারশিপ বাতিল এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য খাদ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
×