ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনাপোল সীমান্তে ১৬ নারী-পুরুষ ও শিশু আটক

প্রকাশিত: ২৩:১৬, ১৮ নভেম্বর ২০১৭

বেনাপোল সীমান্তে ১৬ নারী-পুরুষ ও শিশু আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রাম থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৬ নারী-পুরুষ ও এক শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, ভোলা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেশকিছু নারী-পুরুষ ভারত সীমান্ত পার হয়ে বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১২ পুরুষ তিন জন নারী ও একজন শিশুকে আটক করি। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।’ বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ অপুর্ব হাসান জানান, আটকৃতদের যশোরে আদালতে পাঠানো হয়েছে।
×