ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাটোরের সিংড়ায় বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি উপকরন বিতরণ

প্রকাশিত: ২২:০৯, ১৮ নভেম্বর ২০১৭

নাটোরের সিংড়ায় বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি উপকরন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে নাটোরের সিংড়ায় ৫ হাজার কৃষকের মাঝে ২০১৭-১৮ মৌসুমে কৃষি পুর্নবাসনের বোরো ধানের বীজ, সরিষা, গম, ভুট্টা সহ বিভিন্ন রবিশষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় গোল-ই-আফরোজ সরকারী কলেজ মাঠে কৃষকদের মাঝে কৃষি পর্নবাসন কর্মসূচির উপকরন বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, কৃষিবান্ধব সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। সিংড়ার কৃষকরা যাতে ভয়াবাহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
×