ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২২:০৭, ১৮ নভেম্বর ২০১৭

দুর্গাপুরে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুর (নেত্রকোনা) ॥ জেলার দুর্গাপুরে বিগত বোরো মৌসুমে বোরো ক্ষতিগ্রস্থ চাষীদের পূনর্বাসনের লক্ষ্যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুর্গাপুর এর আয়োজনে এ উপজেলার ৪ হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণের অংশ হিসাবে সদর দুর্গাপুর ইউনিয়নে ৪শত কৃষকের মাঝে বিনামূল্যে কৃষক প্রতি ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএসপি, ১০ কেজি এসওপি সারসহ প্রত্যেকের ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। শনিবার দুর্গাপুর উপজেলার কৃষকলীগের সাধারণ সম্পাদক স্বপন হাজং ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ,কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কৃষকলীগ সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান আকন্দ প্রমুখ।
×