ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পড়ালেখায় মন ছিল না কিন্তু বলিউডে সফল

প্রকাশিত: ২১:০৬, ১৮ নভেম্বর ২০১৭

পড়ালেখায় মন ছিল না কিন্তু বলিউডে সফল

অনলাইন ডেস্ক ॥বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু, জানেন কি, হাইস্কুলের পরই প্রথাগত ভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি! আর তাতে বেশ চটে গিয়েছিলেন দীপিকার মা-বাবা। তবে কেরিয়ারের খাতিরে বেছে নেওয়া সেই সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না তা তো এখন বোঝাই যাচ্ছে। তাই না! শিশুশিল্পী হিসেবে কেরিয়ারের শুরু। সেই বয়সেই যেন বুঝে গিয়েছিলেন, বলিউডের রাস্তাতেই পা বাড়াবেন। স্কুলের পর থেকেই প্রথাগত ভাবে পড়াশোনা ছেড়ে দেন। কাকা নাসির হুসেনের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৮-এ ‘কায়ামত সে কায়ামত তক’-এ কাকার প্রযোজনাতেই প্রথম বার আমিরের হিরোগিরি দেখে বলিউড। বাকিটা তো ইতিহাস! খুব কম বয়স থেকেই মডেলিং করা শুরু করেন ঐশ্বর্যা রাই। কলেজে ঢুকলেও মাঝপথেই তা ছেড়ে দেন। ১৯৯৪-এ ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর বলিউড যাত্রা। এর পর হলি এবং বলি— দু’জগতেই সমান ভাবে দর্শক মাতিয়েছেন তিনি। সেলিম খানের ছেলে হওয়ায় বলিউডের অন্দরমহলেই বড় হয়েছেন সালমান খান। কলেজ শুরু করলেও তা শেষ করেননি তিনি। তাতে কী? সল্লু ভাইয়ের ফ্যান ফলোইংয়ে ঘাটতি পড়েনি এতটুকুও। এ দেশে পড়াশোনা শেষ করে এক সময় আমেরিকার কলেজে নাম লিখিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু, কলেজে শেষ করেননি তিনি। মন দেন মডেলিংয়ে। এক সময় অবশ্য ভেবেছিলেন ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাবেন। কিন্তু, অভিনয়ের নেশাতে সে সব ছেড়েছুড়ে দেন পিগি চপস। অভিনয় করতে পারেন। মার্শাল আর্টের প্যাঁচে ভিলেনকে কুপোকাত করতে পারেন। আবার দিব্যি রান্নাও করতে পারেন। নানা দিকেই সমান ভাবে তাল রাখতে পারেন অক্ষয় কুমার। তবে ছোটবেলা থেকেই পড়াশোনার দিকে তেমন একটা মন ছিল না তাঁর। খালসা কলেজে ভর্তি হলেও ডিগ্রি লাভের আগেই তা ছেড়ে দেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×