ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইবিতে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ১৮:০৯, ১৮ নভেম্বর ২০১৭

ইবিতে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থানা গেটে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে সকাল ৭ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে প্রধান ফটকে অবস্থান করে ছাত্রলীগ। পরে ছাত্রদলের মিছিল বিশ্ববিদ্যালয়ের থানা গেটে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়ে আনন্দ নগর গ্রামের দিকে পালিয়ে যায়। এসময় ছাত্রদলের কামরুল, মাহবুব এবং উল্লাস নামে তিন কর্মী আহত হয় বলে জানা গেছে। পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলো, আবু হেনা মোস্তফা কামাল, আব্দুল ওদুদ, শাহরয়িার মিশন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, শাহজালাল সোহাগ, কামরুল হাসান অনিক, বিপুল খান প্রমূখ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ছাত্রদলকে ক্যাম্পাসে কোন বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। ক্যাম্পাসে কোন প্রকার নাশকাতার চেষ্টা করলে কঠোর হাতে প্রতিহত করা হবে।’
×