ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আট বছর পর ওপেন করবেন গেইল-ম্যাককালাম

প্রকাশিত: ১৮:০৭, ১৮ নভেম্বর ২০১৭

আট বছর পর ওপেন করবেন গেইল-ম্যাককালাম

অনলাইন ডেস্ক ॥ এমন দৃশ্য দেখতে হলে ফিরে যেতে হবে ২০০৯ আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করেছিলেন এই দুজন। দীর্ঘ আট বছর পর আবারও ওপেন করবেন গেইল-ম্যাককালাম জুটি। টি-টোয়েন্টির দুই বিস্ফোরক ওপেনার বিপিএলে আজ রংপুর রাইডার্সের জার্সি গায়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। গেইল নিজেও ম্যাককালামের সঙ্গে ওপেন করতে উন্মুখ হয়ে আছেন। আগের দিন বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের গেইল বলেছেন, ‘আমরা জানি ব্রেন্ডন ম্যাককালাম কতটা আক্রমণাত্মক। তার সঙ্গে আবারো উদ্বোধনী ব্যাটিং করার সুযোগ আর্শীবাদের মতো। আমরা দুজনে আইপিএলে ওপেনিং করেছিলাম। এখন আমরা আবারো এক হচ্ছি।’ বিপিএলে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি রেকর্ড গেইলের। কমপক্ষে ১০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট (১৭১.৯৫), সর্বোচ্চ ব্যাটিং গড় (৫৪.১৬) এবং সবচেয়ে বেশি ছক্কার (৬০) রেকর্ডও তারই। অন্যদিকে ম্যাককালামের বিপিএলের অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম।
×