ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে চিকিৎসার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:২৯, ১৮ নভেম্বর ২০১৭

সাভারে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে চিকিৎসার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ নবেম্বর ॥ সাভারে এক তথাকথিত কবিরাজ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে প্রতিনিয়ত মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। একটি দালাল চক্র বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকদের ফুঁসলিয়ে ওই তথাকথিত কবিরাজের কাছে নিয়ে আসে। ওই কবিরাজের নাম মাওলানা শফিকুল ইসলাম যশোরী। সে সাভার মডেল থানাধীন বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর নগরকোন্ডা ওসমান কলোনি এলাকায় একটি দোতলা আলিশান বাড়িতে এ কবিরাজি চিকিৎসা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, বছরখানেক আগে ওই বাড়িতে শফিকুল ‘মোহাম্মদীয়া ইউনানী এ্যান্ড আয়ুর্বেদ দাওয়াখানা’ নাম দিয়ে চিকিৎসার নামে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। গ্যারান্টি সহকারে (!) স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, প্রেমে ব্যর্থতা, জি¦নের আছর, যে কোন লোককে বশ করা, জন্ডিস, যৌন রোগ, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছে সে। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টির আশ্বাস প্রদান করে চিকিৎসার মায়াজালে মানুষকে আটকিয়ে প্রতিনিয়ত মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে সে। এলাকাবাসীর অভিযোগ, বিশাল মুখরোচক গল্প আর দৃষ্টিনন্দিত কক্ষে বসে শফিকুল সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করছে। পাশাপাশি সে একটি দালাল চক্র তৈরি করে কমিশনের মাধ্যমে সবধরনের জটিল রোগের চিকিৎসা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে প্রচার চালিয়ে যাচ্ছে। কবিরাজি ও হারবাল চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শফিকুল যে সমস্ত জটিল ও কঠিন রোগের চিকিৎসা করছে- তার কোন সরকারী স্বীকৃতিপত্র নেই। নেই কোন দাওয়াখানা বা ওষুধ তৈরির ব্যবস্থা। আর এসব জটিল রোগের চিকিৎসা করছে সাধারণ জ্ঞানের ওপর ভর করে। এরা রোগের বর্ণনা শুনে কৌশলে জ্বিনের আছর আছে বলে ঝাড়-ফুঁক করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ চিকিৎসা কেন্দ্রের পাতানো ফাঁদে পড়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। কবিরাজ ও হারবাল চিকিৎসায় তার নেই কোন সার্টিফিকেট ও ড্রাগ লাইসেন্স। যেখানে সামান্যতম ডাক্তারীর ও কবিরাজির অভিজ্ঞতা নেই- সেখানে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। এখানে চিকিৎসা নিতে আসা মানুষ বিভিন্ন রোগের দিকে ধাবিত হচ্ছে এ কথিত হারবাল চিকিৎসার মাধ্যমে। শফিকুলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তারা। শফিকুল সাংবাদিকদের বলেন, তার কিছু অভিজ্ঞতা আছে। তাই সে রোগীদের চিকিৎসা করছে।
×