ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে দশজনের নয়জনই মোদির প্রতি আস্থাশীল

প্রকাশিত: ০৬:২৪, ১৮ নভেম্বর ২০১৭

ভারতে দশজনের নয়জনই মোদির প্রতি আস্থাশীল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত তিন বছর ক্ষমতায় থেকেও তার প্রতি ব্যাপক জনসমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছেন। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জনমত জরিপে এই তথ্য জানা গেছে। খবর-টাইমস অব ইন্ডিয়া বিগত ২১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ১৮ দিনে দুই হাজার চার শ’ ৬৪ জনের উপর পরিচালিত এই জরিপে প্রতি দশজনের নয়জনই মোদির প্রতি তাদের আস্থা ও সমর্থন জানায়। একজন নেতা হিসেবে তার কর্মকা- এবং দেশ সম্পর্কে গৃহীত মোদির সামগ্রিক কর্মতৎপরতার প্রতি তাদের সমর্থন প্রকাশ করে। তবে এ জরিপে একটি বিষয় প্রকাশ পেয়েছে যে, দক্ষিণ ভারতে মোদির প্রতি সমর্থনের পাল্লা বেশ ভারি। এখানে পঁচানব্বই ভাগ মানুষই বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে এবং বাকি পাঁচ ভাগের চার ভাগ অনাস্থা এবং এক ভাগ নিস্ক্রীয় রয়েছে। এ প্রেক্ষিতে সমগ্র ভারতে মোদির প্রতি জনসমর্থন গড়ে ৮৮ শতাংশ যা ক্ষমতাসীন শাসকদের জন্য সর্বোচ্চ বলা যেতে পারে। এর বিপরীতে কংগ্রেসের সোনিয়া গান্ধীর পক্ষে ৫৭ ভাগ এবং রাহুল গান্ধীর পক্ষে জনসমর্থনের পারদ উঠেছে ৫৮ ভাগ পর্যন্ত নেতা হিসেবে গ্রহণ যোগ্যতা বিচারে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের অবস্থান চতুর্থ স্থানে এসে দাঁড়িয়েছে। দঃ কোরিয়ার সাবেক দুই গোয়েন্দা প্রধান গ্রেফতার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দুই সাবেক প্রধানকে শুক্রবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সহযোগীদের ঘুষ প্রদানের সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারি দেশের খ্যাতিমান রাজনীতিক ও ব্যবসায়ীদের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি করেছে। খবর এএফপির। ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) দুই সাবেক প্রধান ন্যাম জায়ি জুন ও লি বাইউং কিকে তাদের সংস্থার বাজেট থেকে মোট ৪শ’ কোটি ওন (৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) পার্কের সহযোগীদের প্রদানের অভিযোগে গ্রেফতার করা হয়। তারা এ অর্থ আর্থিক সুবিধার বিনিময়ে অগ্রিম হিসাবে মাসিকভাবে তাদের হস্তান্তর করেন। সিউলের কেন্দ্রীয় জেলা আদালত বলেছে, তাদের পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বা তারা প্রমাণাদি ধ্বংস করে ফেলতে পারেন। তাই আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে। ন্যাম ও লিয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাত, ঘুষ ও রাষ্ট্রীয় কোষাগারের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হচ্ছে।
×