ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেমোক্র্যাট সিনেটরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৬:২৪, ১৮ নভেম্বর ২০১৭

ডেমোক্র্যাট সিনেটরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

হলিউডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও একের পর এক যৌন হয়রানির অভিযোগ আসছে। সর্বশেষ ডেমোক্রেট দলের সিনেট সদস্য এ্যালান স্টুার্ট ফ্রাঙ্কেনের (আল ফ্রাঙ্কেন) বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় এক নারীকে স্পর্শ এবং জোর করে চুমু খাওয়ার অভিযোগ এলো। বৃহস্পতিবার রেডিও উপস্থাপক লিয়েন টুয়েডেন লস এ্যাঞ্জেলেস স্টেশন কেএবিসির ওয়েবসাইটে এ অভিযোগ করেন। খবর বিবিসির। ২০০৬ সালের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সৈন্যদের বিনোদন দিতে যে দল পাঠানো হয় তার সদস্য ছিলেন লিয়েন ও ফ্রাঙ্কেন। তখনই হয়রানির এসব ঘটনা ঘটে বলে অভিযোগ লিয়েনের। ফ্রাঙ্কেন তখওা রাজনীতিতে আসেননি, ছিলেন কৌতুক অভিনেতা। লিয়েন জানান, ওই সফরের এক অনুষ্ঠানের চিত্রনাট্য লিখেছিলেন ফ্রাঙ্কেন, যেখানে দুজনের চুমু খাওয়ার দৃশ্য ছিল। লিয়েন বলেন, আমি তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করেছিলাম, যদিও ভেবেছিলাম মঞ্চে চুমু খাওয়ার সময় শেষ মুহূর্তে আমি মাথা সরিয়ে নেব কিংবা তার মুখ হাত দিয়ে ঢেকে দেব, যা আরও বেশি কৌতুককর হবে। কিন্তু অনুষ্ঠানের আগেই ফ্রাঙ্কেন এ দৃশ্যটি রিহার্সেল করতে জোর করতে থাকেন। কুয়েতে ওই অনুষ্ঠানের আগে করা রিহার্সেলের মধ্যেই ফ্রাঙ্কেন তাকে জোর করে চুমু খান বলে অভিযোগ লিয়েনের। ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় ... জাপানে নির্ধারিত সময়ের মাত্র ২০ সেকেন্ড আগে একটি ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের ‘ভীষণ অসুবিধার’ জন্য দেশটির এক রেলওয়ে অপারেটর গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছে। এর মধ্য দিয়ে সময়নিষ্ঠা ও ভদ্রতা উভয়ের জন্য জাপানের যে খ্যাতি রয়েছে সেটিরই প্রকাশ ঘটেছে। খবর এএফপির। খবরে বলা হয়, জাপানের রাজধানী টোকিওর উত্তরাঞ্চলীয় শহরতলীর মধ্যে চলাচল করা তসুকুবা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময় ৯টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডের স্থলে ৯টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে মিনামি নাগারাইয়ামা স্টেশন ছেড়ে যায়। তসুকুবা এক্সপ্রেস কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, এর ফলে যাত্রীদের ‘ভীষণ অসুবিধার’ জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। বিবৃতিতে বলা হয়, তবে এ ঘটনার বিষয়ে যাত্রীদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
×