ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাত্র ২০ সেকেন্ড আগের কারণে-

প্রকাশিত: ০৬:০৫, ১৮ নভেম্বর ২০১৭

মাত্র ২০ সেকেন্ড আগের কারণে-

নির্ধারিত সময়ের ২০ সেকেন্ড আগে ট্রেন ছেড়ে দেয়ায় দুঃখপ্রকাশ করেছে জাপানের একটি রেল কোম্পানি। ক্রুদের ভুলে ‘অনাকাক্সিক্ষত এ ত্রুটি’র ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানিয়েছে সুকুবা এক্সপ্রেসের ব্যবস্থাপনা কমিটি। রাজধানী টোকিওর আকিহাবারা থেকে সুকুবা শহরে যাত্রী পরিবহন করা এ এক্সপ্রেসই মঙ্গলবার ২০ সেকেন্ড আগে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। টোকিওর উত্তরে মিনামি নাগারেয়ামা শহর থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি এ বিপত্তি ঘটায়। গন্তব্যে রওনা হওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৯টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডে; তার বদলে মঙ্গলবার ৯টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে এটি স্টেশন ছেড়ে যায়। আগে রওনা দিলেও যাত্রীদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি বলে বিবৃতিতে জানিয়েছে সুকুবা এক্সপ্রেস। জাপানে নির্ধারিত সময়ের বাইরে ট্রেন ছেড়ে দেয়ার ঘটনা বিরল। দেশটির গণপরিবহনের মধ্যে ট্রেনই সবচেয়ে জনপ্রিয়, এর যাত্রী পরিবহন ব্যবস্থাপনাও বিস্ময়কর। দেশটির রাজধানী টোকিও থেকে কোবে শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া টোক্কাইদা লাইনকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেলপথ হিসেবে বিবেচনা করা হয়, প্রতিবছর এ পথে প্রায় ১৫ কোটি যাত্রী যাওয়া আসা করেন। -বিবিসি
×