ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশী পেঁয়াজের ঝাঁজ কমেনি ॥ শিম ফুলকপির দাম কমেছে

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ নভেম্বর ২০১৭

দেশী পেঁয়াজের ঝাঁজ কমেনি ॥ শিম ফুলকপির দাম কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। দেশী পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা হ্রাস পেয়েছে। প্রতিকেজি ভারতীয় মোটা সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। দেশীয় পেঁয়াজ ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। চাল, ডাল, ভোজ্যতেল, আটা, ও চিনির দাম স্থিতিশীল রয়েছে। দেশী মাছের সঙ্গে বাজারে জাটকা সাইজের ইলিশের সরবরাহ বেড়েছে। শিম ও ফুলকপির মতো শীতের সবজির দাম কিছুটা কমলেও অন্যান্য সবজি বিক্রি হচ্ছে আগের দামে। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে। এছাড়া সাইজভেদে প্রতিজোড়া ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, ফকিরাপুল বাজার এবং ফার্মগেট কাঁচা বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এদিকে, গত প্রায় দেড় মাস ধরে দেশী ও আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমলেও দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের মতো চড়া দামে। পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ার কারণে খুচরা বাজারে দাম কমছে না। কাওরানবাজারের পেঁয়াজ বিক্রেতা হানিফ জনকণ্ঠকে বলেন, নতুন পেঁয়াজ না উঠা পর্যন্ত দাম তেমন কমবে না।
×