ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিটুর মুক্তি দাবি

হিন্দু বাড়িতে তাণ্ডব ॥ দুই ইউপি সদস্য গ্রেফতার, মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ নভেম্বর ২০১৭

হিন্দু বাড়িতে তাণ্ডব ॥ দুই ইউপি সদস্য গ্রেফতার, মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ও নিজস্ব সংবাদদাতা. রংপুর ॥ ফেসবুকে অবমাননাকর স্ট্যাটাস পোস্ট করা নিয়ে রংপুরের পাগলাপীর শলেয়াশাহ ঠাকুরপাড়া গ্রামে সংঘর্ষ, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাংচুরের মামলায় ফজলু ও জয়নাল নামে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনই মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দায়ের করা দুটি মামলায় শুক্রবার পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৫৬। তিনি জানান, তা-বের ঘটনায় গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি ঠাকুরপাড়া গ্রামে হামলা, অগ্নিসংযোগ ও মালামাল লুট করার অভিযোগে। অপরটি পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাধা প্রদানসংক্রান্ত। দুটি মামলারই বাদী পুলিশ। এ ঘটনার হোতা ও ইন্ধনদাতাদের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। নীলফামারীতে সমাবেশ ॥ এদিকে রংপুরের ঠাকুরপাড়ার হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং টিটু রায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারের প্রধান সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোরীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি ডাঃ সুনীল রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নীলফামারী জেলার সমন্বয়কারী গৌতম রায়, উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার রায় (শ্রাবণ), আরইও’র রংপুর বিভাগীয় প্রধান নির্মলেন্দু রায়, নীলফামারী জজকোর্টের এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র রায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরেম্ব কুমার রায়, কাশিনাথ রায় প্রমুখ। এ সময় বক্তরা বলেন, আমরাও টিটুর ফেসবুক দেখেছি। আমাদের মনে হয়েছে লেখাপড়া না জানা টিটুর এটি নয়। আর যে স্ট্যাটাস নিয়ে টিটু রায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটি টিটুর নয়। রাকেশ ম-ল নামে এক ব্যক্তির স্ট্যাটাস বাংলাদেশী টিনএজার নামক একটি গ্রুপে শেয়ার দেয়। ওই স্ট্যাটাসের স্ক্রীনশট নিয়ে টিটু গত ২৪ অক্টোবর তার ফেসবুক ওয়ানে শেয়ার করে। এরপর কয়েক দফায় টিটু স্ট্যাটাসের স্ক্রীনশট ১৯ বার তার ফেসবুক আইডিতে শেয়ার দেয়। যে পোস্ট নিয়ে এত ঘটনা, সেটি এ প্রোফাইল থেকে দেয়া হয়নি। ওই পোস্টের স্ক্রীনশট আপলোড করা হয়েছে টিটু রায়ের ওয়াল থেকে। বক্তারা বিনা দোষে টিটু রায়কে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে টিটু রায়ের নিঃশর্ত মুক্তি চেয়ে ঘটনার নেপথ্যের নায়কদের খুঁজে বের করান দাবি জানান। বক্তারা অভিযোগ করে বলেন, দেখা যাবে রাকেশ ম-ল নাম ব্যবহার করা ওই ব্যক্তি কোন জামায়াত-শিবিরের এজেন্ট কি-না। কারণ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-শিবির দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।
×