ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্পাইস জেটের উড়োজাহাজ শাহজালালে দুর্ঘটনায়

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ নভেম্বর ২০১৭

স্পাইস জেটের উড়োজাহাজ শাহজালালে দুর্ঘটনায়

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে কলকাতাগামী স্পাইস জেটের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার সকাল এগারোটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, স্পাইস জেটের উড়োজাহাজটি বিমানবন্দরের ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে যাওয়ার সময় পেছনের দিকে বাঁ পাশের একটা চাকার বিয়ারিং ভেঙ্গে যায়। এ সময় কোন আগুন না ধরলেও ধোঁয়া বের হয়। ট্যাক্সিওয়ের পাশে ছিল ফায়ার সার্ভিসের কার্যালয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্লেনটির ৭৮ জন আরোহীর সবাইকে নিরাপদে নামিয়ে নেয়া হয়েছে। তারা সবাই অক্ষত আছেন। জানা যায়, স্পাইস জেটের এসজি-৭২ ফ্লাইটটি সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবে বিমান উড্ডয়নের কিছুক্ষণ আগে এটি উড্ডয়নের প্রস্তুতি নেয়। যাত্রী তোলার পর ইন্সপেকশন শেষে সকাল সোয়া ৮টার দিকে বিমানের গেট বন্ধ করে ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে যাচ্ছিল বিমানটি। হঠাৎ করেই প্লেনের চাকায় ধোঁয়া দেখা যায়। পাশে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। পরে চাকাটি খুলে দেখা যায় ঘর্ষণে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
×