ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে অন্যের বউকে নিজের বউ দাবি করায় কারাদন্ড

প্রকাশিত: ০২:৩৪, ১৭ নভেম্বর ২০১৭

বাউফলে অন্যের বউকে নিজের বউ দাবি করায় কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ অন্যের বউকে নিজের বউ বলে দাবি করায় আবদুর রহিম খান নামের ৬ সন্তানের জনককে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ কারাদন্ড প্রদান করেন। জানা গেছে, কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের আবদুর রশিদ খানের ছেলে আবদুর রহিম খান কালাইয়া বন্ধরস্থ জনৈক এক ব্যক্তির বউকে নিজের বউ দাবি করে প্রচার করে আসছিল। ঘটনার দিন বিকাল সারে ৫টার দিকে আবদুর রহিম কালাইয়া বন্দরের সিনামা হলের সামনে ওই নারীকে দেখতে পেয়ে নিজের বউ বলে দাবি করে এবং তার হাত ধরে টানাটানির চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে সাদা পোশাকে থাকা বাউফল থানার এসআই ওয়াসিম ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ প্রমানের ভিত্তিতে আবদুর রহিম খানকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। তবে এঘটনায় আবদুর রহিম অনুতপ্ত নয়। বরং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে বসেও একাধিক বার তিনি ওই নারীকে নিজের বউ বলে দাবি করলেও কোন প্রমান দেখাতে পারেননি।
×