ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

প্রকাশিত: ০১:৩৮, ১৭ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনউদ্দিনসহ ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় গোপন বৈঠক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয়েছে মানবতা বিরোধী অপরাধে দন্ডপ্রাপ্তদের নিয়ে লেখা বই ও বেশ কিছু দলীয় কিছু প্রকাশনা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। গ্রেফতারকৃতরা হলেন- মহানগর আমির মাওলানা মাঈনউদ্দিন, মাওলানা সাইফুদ্দিন, মানিক বেগ, জামাল উদ্দিন, শাহাবুদ্দিন, বশিরুল হক ভূইয়া, নাসির উদ্দিন, সাঈদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, কফিল উদ্দিন, মাওলানা মো: কাইয়ুম, শহিদ ও জাকির হোসেন। ফতুল্লা মডেল থানার ওসি মোঃ কামালউদ্দিন জানান, শুক্রবার দুপুরে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে মহানগর জামায়াতের আমিরের নিজ বাড়িতে নেতা কমীদের নিয়ে একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ মহানগর আমি মাঈনউদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জামায়াতের মহানগর কমিটির নেতাকর্মী। পুলিশ মানবতাবিরোধী জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেলসহ ফাঁসির দন্ড কার্যকর হওয়া জামায়াত নেতাদের নিয়ে লেখা বই, লিফলেট এবং দলীয় বিভিন্ন রকম প্রকাশনা জব্দ করা হয়। গ্রেফতারের আগে নেতাকর্মীদের জুমার নামাজ আদায় করার সুযোগ দেয়া হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×