ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতে জাটকা ইলিশ আটক

প্রকাশিত: ০০:১৩, ১৭ নভেম্বর ২০১৭

সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতে জাটকা ইলিশ আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারে আজ শুক্রবার সকাল ১০ টায় ভ্রাম্যমান আদালত ৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে। এ সময় নিষিদ্ধ এ জাটকা মাছ বিক্রির অপরাধে বাবুল দাস (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে। আটককৃত জাটকা ইলিশ মাছ গুলি উপজেলার তাজপুর মাহাদিয়া নুরানীয়া এতিম খানায় বিতরকরা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম। তিনি জানান, মৎস সংরক্ষন আইন ১৯৫০,৯ ধারায় উক্ত মাছ ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আবুল কালাম, সিরাজদিখান উপজেলা মৎস কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমূখ।
×