ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপকূলজুড়ে বৃষ্টিপাত ॥ স্থানীয় জাতের আমন ক্ষেত নষ্টের শঙ্কা

প্রকাশিত: ২৩:৫৯, ১৭ নভেম্বর ২০১৭

 উপকূলজুড়ে বৃষ্টিপাত ॥ স্থানীয় জাতের আমন ক্ষেত নষ্টের শঙ্কা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ তিন দিনের টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে দক্ষিণ জনপদের কলাপাড়ায় জনজীবনে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। দিনরাত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। অধিকাংশ সময় গুড়ি গুড়ি আবার কখনও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। শীতকালীন সবজির আবাদে কৃষকের সমস্যা হচ্ছে। স্থানীয় জাতের শত শত এক ক্ষেতের ধানগাছ নেতিয়ে পড়েছে। যেখানে পানি রয়েছে ওইসব ধান চিটা হওয়ার শঙ্কায় কৃষক শঙ্কিত রয়েছে। বৃষ্টি না কমলে পচে যাবে বলে এদের শঙ্কা। এছাড়া কারেন্ট পোকার আক্রমনও বেড়ে যাওয়ার কথা জানালেন কৃষকরা। যদিওবা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মসিউর রহমান জানালেন, স্থানীয় জাতের ধানের একটু সমস্যা হবে। তবে উচ্চফলনশীল জাতের ধান আগেই পেকেছে। ওইসব ধানের ক্ষতির আশঙ্কা কম। তবে আগামি দুই একদিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক না হলে ক্ষতির ব্যপ্তি বাড়তে পারে। অগ্রহায়নের শুরুতেই ধান কাটার সময় আবহাওয়ার এমন বৈরী আচরন কৃষককে আতঙ্কিত করে তুলেছে। বালিয়াতলী গ্রামের কৃষক আবু সালাম জানান, তার চার বিঘা জমির আমন ফসল নেতিয়ে পড়েছে। সলেমান মৃধারও প্রায় সাড়ে চার বিঘার আমনক্ষেতের একই দশা। এছাড়া কারেন্ট পোকার আক্রমনও বেড়েছে। নিম্নচাপের প্রভাবে গোটা উপকূলজুড়েই রয়েছে ঝড়-জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। তবে আবহাওয়া অধিদফতর তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দিলেও বৃষ্টিপাতের মধ্য দিয়ে নিম্নচাপ কেটে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। রেডক্রিসেন্ট সোসাইটির কলাপাড়াস্থ সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, পায়রা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় তিননম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে। তবে ক্ষেতের পাকা-আধাপাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকের মনে সংশয় কাটছে না আবহাওয়ার এই বৈরী আচরনে।
×