ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৫ বল হাতে রেখে রাজশাহীর জয় ৭ উইকেটে

প্রকাশিত: ২৩:২১, ১৭ নভেম্বর ২০১৭

১৫ বল হাতে রেখে রাজশাহীর জয় ৭ উইকেটে

অনলাইন ডেস্ক ॥ আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজকের প্রথম খেলায় সিলেট সিক্সার্সকে সাত উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরায় রাজশাহী। প্রথম তিন ম্যাচে ফিফটি পাওয়া থারাঙ্গা ১০ রানে আউট হন। এ ধাক্কায় প্রতিরোধ গড়তে পারেনি সিলেট। কেবল দানুশকা গুনাথিলাকা একপ্রান্ত আগলে রাখেন। দলের ৭১ রানে তিনি পঞ্চম ব্যাটসম্যান হয়ে আউট হন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ৩৭ বলে ৪০ রান করেন। শেষদিকে এসে সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান জ্বলে ওঠেন। বাংলাদেশি এ ব্যাটসম্যান ২৬ বলে ৪১ রান করেন। জবাবে ১৪৭ রানের জয়ের লক্ষে খেলতে নেমে ১৫ বল বাকি থাকতে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। রাজশাহীর পক্ষে মমিনুল হক ৩৬ বলে ৪২ ও রনি তালুকদার ২২ বলে ২৪ রান করেন। জাকির হোসেন ২৬ বলে ৫১ ও মুশফিকুর রহিম ২০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে নাসির হোসেন একটি, আবুল হোসান একটি ও নাবিল সামাদ একটি করে উইকেট দখল করেন। রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। একটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল।
×