ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২২:৪৩, ১৭ নভেম্বর ২০১৭

বাগেরহাটে বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রংপুর, বাগেরহাটসহ বিভিন্নস্থানে হিন্দু বাড়িতে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার হিন্দু মহাজোটের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, আহবায়ক রবীন্দ্রনাথ দেবনাথ. ডা. মনোরঞ্জন হালদার, জুড়ান মন্ডল, অঞ্জন মৃধা, অম্বরিশ হালদার, দিলীপ বালা, মিঠুন চক্রবর্ত্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড: মিলন ব্যানার্জী-সহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হিন্দুদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও নির্যাতনের রেশ কাটতে না কাটতেই বাগেরহাটের চিতলমারীতে হিন্দু বাড়িতে ঘরে তালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। বক্তারা অবিলম্বে দোষিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবী জানান।
×