ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের বিরল পৌরসভার প্রথম নির্বাচন ২৮ ডিসেম্বর

প্রকাশিত: ২২:৩০, ১৭ নভেম্বর ২০১৭

দিনাজপুরের বিরল পৌরসভার প্রথম নির্বাচন ২৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরল পৌরসভার প্রথম নির্বাচনের তফশীল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান স্বাক্ষরিত এক স্মারকে প্রথমবারের মত দিনাজপুরের বিরল পৌরসভার নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ অনুযায়ী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্ণিত তফশীল অনুযায়ী ২৭ নবেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৮ ও ২৯ নবেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ ডিসেম্বর মনোয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। ২০১৩ সালের ২২ অক্টোবর বিরল উপজেলার বিরল ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে গঠন করা হয় বিরল পৌরসভা।
×