ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে ডাকাতের ছুরিকাঘাতে আহত ১ ॥ ডাকাতকে গণপিটুনি

প্রকাশিত: ২১:০৭, ১৭ নভেম্বর ২০১৭

ঝিনাইদহে ডাকাতের ছুরিকাঘাতে আহত ১ ॥ ডাকাতকে গণপিটুনি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে ডাকাতের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছে। সেসময় জনগন গণপিটুনি দিয়ে তাহাজ্জেল হোসেন নামে এক ডাকাতকে পুলিশে সোপর্দ্দ করেছে। আহত দু’জনকেই কোটচাঁদপুর উপজেলা স্কাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে হার্ট এ্যাটাকে দাউদ হোসেন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কোটচাঁদপুর উপজেলার রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন সরকার জানান, বৃহস্পতিবার গভীররাতে রহমতপুর গ্রামে ৭/৮ জনের একদল ডাকাত পানি খাওয়ার কথা বলে মন্টু মিয়ার বাড়িতে ঢোকে। ডাকাতদল বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে। সেসময় মন্টু মিয়া চিৎকার দেয়। চিৎকার শুনে তার ভগ্নিপতি শফিকুল ইসলাম এগিয়ে আসেন। তখন ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বাড়ির লোকজনের চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরাও এগিয়ে আসে। তারা ডাকাতদের ধাওয়া করে। তাহাজ্জেল হোসেন নামে ডাকাতকে গ্রামবাসি ধরে গণপিটুনি দেয়। তার বাড়ি চুয়াডাঙ্গর জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। তার বাবার নাম ভাদু মন্ডল। গ্রামবাসির গণপিটুনিতে ডাকাত তাহাজ্জেল গুরুতর আহত হয়। তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে গৃহকর্তা মন্টু মিয়ার বড় ভাই দাউদ হোসেন ডাকাতদের পিছু ধাওয়া করতে গিয়ে হার্ট এ্যাটাকে মারা যান। বাকি ডাকাতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
×