ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরে ট্রলারডুবি ॥ জেলে উদ্ধার

প্রকাশিত: ২১:০০, ১৭ নভেম্বর ২০১৭

সাগরে  ট্রলারডুবি ॥ জেলে উদ্ধার

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ গভীর সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল হওয়ায় প্রন্ড ঢেউয়ের আঘাতে মাছ ধরা একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে গভীর বঙ্গোপ সাগরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে ট্রলার এবং জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসা হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি ও জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি জানান, পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে সাগরে জেলেরা মাছ ধরার সময় প্রচন্ড ঢেউয়ের আঘাতে এফবি তরিকুল ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে আ.হালিম মাঝিসহ ১৮জন জেলে ছিল। সাগরে ডুবে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে ট্রলারটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কুয়াকাটার একটি মাছধরা ট্রলার তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। আজ সকালে জেলেদের এবং ডুবে যাওয়া ট্রলারটি পাথরঘাটা নিয়ে আসে।
×