ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইডেনে সবুজ উইকেট চেয়েছিলেন কোহালি ॥ সৌরভ

প্রকাশিত: ২০:৪৫, ১৭ নভেম্বর ২০১৭

ইডেনে সবুজ উইকেট চেয়েছিলেন কোহালি ॥ সৌরভ

অনলাইন ডেস্ক ॥ ইডেনের যে সবুজ উইকেটে ধরাশায়ী হল ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার, সেই সবুজ উইকেট নাকি বিরাট কোহালিই চেয়েছিলেন তাঁর কাছে। ম্যাচের দু’দিন আগেই সিএবি প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ককে হোয়াটস্যাপ করে বিরাট জানান, উইকেটে না কি ঘাস রাখা হয়। অথচ সেই ঘাসের উইকেটেই ১৭ রানে তিন উইকেট খুইয়ে বসে রইল ভারত। পরপর আউট হলেন কে এল রাহুল, শিখর ধবন ও বিরাট কোহালি। বৃহস্পতিবার খেলার শেষে সৌরভ আনন্দবাজার-কে বলেন, ‘‘বিরাটরা সবুজ উইকেট চেয়েছিল বলেই তো দেওয়া হয়েছে। দু’দিন আগেই তো ও আমাকে হোয়াটসঅ্যাপে এই অনুরোধ করে।’’ ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারে ধস নামায় খুব একটা অবাক নন সৌরভ। বলেন, ‘‘ওদের সুরঙ্গা লাকমল দারুন বোলিং করেছে। সবুজ উইকেটের সঙ্গে এই স্যাঁতসেঁতে আবহাওয়ারও প্রভাব পড়েছে। হয়তো শ্রীলঙ্কা ব্যাটিং করলে ওদেরও এমন হাল হত।’’ তবে সৌরভের আশা শুক্রবার দ্বিতীয় দিনে ক্রিজে থাকা চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে পরিস্থিতি সামলে নিতে পারবে। বলেন, ‘‘ওরা মনে হয় এই পরিবেশেও ভাল ব্যাটিং করে দেবে।’’ এই সিরিজের পরেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার সফরে যাবে। সেখানেও বিরাটদের এমনই উইকেট পাওয়ার সম্ভাবনা প্রবল। তার প্রস্তুতি ইডেনেই সেরে নিতে পারছেন বিরাটরা। তবে সৌরভ জানান, ‘‘এমনই যে উইকেট পাবে ওরা, তার কোনও মানে নেই। তবে ওখানে যাওয়ার আগে একটু গতিময় উইকেটে খেললে ওখানে তার উপকার অবশ্যই পাবে ওরা।’’ ইডেনের এই উইকেট ও পরিবেশ নিয়ে এ দিন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘‘বেশ কঠিন পরিবেশে খেলতে হয়েছে আজ আমাদের।’’ তবে উইকেট নিয়ে অভিযোগ করেননি তিনি। অন্য দিকে শ্রীলঙ্কার বোলিং কোচ রুমেশ রত্নায়েকে মন্তব্য করেন, ‘‘উপমহাদেশে এমন উইকেট এই প্রথম দেখলাম।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×