ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জোলির বাংলাদেশে আসার পরিকল্পনা

প্রকাশিত: ১৯:২৪, ১৭ নভেম্বর ২০১৭

জোলির বাংলাদেশে আসার পরিকল্পনা

অনলাইন ডেস্ক ॥ বর্তমানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এর অংশ হিসেবে সম্প্রতি কানাডার ভ্যানকুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একটি সম্মেলনে উপস্থিত হন তিনি। সেখানে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন এ অভিনেত্রী। এর আগে 'সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ' বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে বৈঠক করেন জোলি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, বাংলাদেশের প্রতিনিধিদের কাছে যৌন নিপীড়িত রোহিঙ্গাদের দেখতে আসার পরিকল্পনার কথা জানান জোলি। এমনকি বৈঠকে তার বক্তৃতাতেও বিষয়টি উল্লেখ করবেন বলে জানান। এছাড়া তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়া প্রসঙ্গে বাংলাদেশের মানবিক উদারতার ভূয়সী প্রশংসা করেন। কানাডা, যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশকে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি চিফ অব ডিফেন্স নেটওয়ার্ক’ উদ্বোধনে নেতৃত্ব দানের জন্য অভিনন্দন জানান জোলি।
×