ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৬:৩০, ১৭ নভেম্বর ২০১৭

আইনী পরামর্শ

প্রশ্ন ঃ আমি আসমা বেগম। আমরা প্রায় ত্রিশ বছর ধরে ঢাকায় বসবাস করি। আমরা ছেলে-মেয়েসহ ভালভাবে দিন কাটাচ্ছিলাম। আমার স্বামী একটি বেসরকারী ফার্মে মাঝারি বেতনের চাকরি করত। কিন্তু সুখের দিন হয়তো স্থায়ী হয় না। আমার স্বামী হঠাৎ মারা গেলেন। আমি একেবারে ছেলে-মেয়েদের নিয়ে দিশেহারা হয়ে গেলাম। আগে কখনও ভাবিনি জীবন এভাবে পাল্টে যাবে। ছেলে-মেয়েদের লেখাপড়া প্রায় শেষের দিকে। এমতাবস্থায় গ্রামে ফিরে যাওয়া মানে ওদের জীবন কবর দেওয়া। আমার গ্রামের বাড়িতে আমার অংশে প্রায় ১০.০০ একর জমি ছিল। আমার একমাত্র ভাই-ই দেখা শুনা করত। আমি গ্রামের বাড়ির ঐ জমি বিক্রয়ের সিদ্ধান্ত নিলাম। মনে করলাম আমাদের জমানো টাকা এবং ঐ জমি বিক্রির টাকা দিয়ে ছেলে-মেয়ের পড়াশুনা শেষ হলে ওরা একটা চাকরি পেয়ে যাবে। সেকথা আমার ভাইকে জানালাম এবং আমার টেলিফোন নাম্বারসহ জমি বিক্রি বিজ্ঞাপন দিয়ে ঢাকায় এসে অপেক্ষা করি ভাইয়ের বা কোন ক্রেতার টেলিফোনের জন্য। কিন্তু কোন ফোন না আসায় আমার ভাইকে জিজ্ঞাসা করি। ভাই জানায়, হ্যাঁ অনেকে এসে টেলিফোন নাম্বার নিয়ে যায় এবং জমি সংক্রান্ত কথাবার্তা বলে কিন্তু পরে আর তারা কোন যোগাযোগ করে না। এরকম কিছু দিন যাওয়ার পর আমি যখন প্রায় ধৈর্যহারা তখন এর ভিতর আমার এক আত্মীয়ার ফোনের মাধ্যমে খবর পেলাম আমার জমির প্রায় অংশে দুটা পুকুর কাটা হয়েছে এবং দুইটা আলাদা আলাদা ফ্যামিলি বসবাস করছে। আমি ছুটে গেলাম আমার ভাইকে জিজ্ঞাসা করলে সে কিছু জানে না বলল এবং অন্যরা কেউ কিছু জানে না। তখন যারা আমার জমি দখল করে পুকুর এবং কিছু নতুন গাছ লাগিয়েছে তাদের জিজ্ঞাসা করলে তারা বললÑ কেন জমির মালিক আসমা বেগমের কাছ থেকে কিনেছি। আমি হতভম্ব। তা কি করে সম্ভব? আমি তো আসমা বেগম। তখন তারা বলল জানি না, তিনি পর্দানশীল ছিলেন। আমরা তার চেহারা দেখি নাই। এখন জমিটা কিভাবে উদ্ধার করে বিক্রয় করতে পারি। খুব সমস্যায় আছি। আসমা বেগম, ঢাকায় উত্তর ঃ দখলের বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়ার আগে আপনার ভাই কিংবা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমে তাদেরকে দখলচ্যুত করার চেষ্টা করা ভাল। তবে ব্যর্থ হলে আপনাকে অবশ্যই আপনার জেলায় অর্থাৎ আপনার জমির অবস্থান যে জেলায়, সে জেলায় উপযুক্ত দেওয়ানী আদালতে দখল উচ্ছেদের মামলা করতে হবে। বেদখল হওয়ার বারো বছরের মধ্যে।
×