ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষনা

প্রকাশিত: ০৬:২৪, ১৭ নভেম্বর ২০১৭

নতুন গবেষনা

আইকিউ ইনসাইট দীর্ঘ সময় স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহারের কারণে চোখের সমস্যা হয় অনেকের। সময়মতো চিকিৎসকের কাছে না যাওয়ায় চোখের বড় ধরনের ক্ষতিও হয়। সমস্যার সমাধান দেবে ‘আইকিউ ইনসাইট’। ভিআর বক্সের মতো ডিভাইসটিতে স্মার্টফোন ঢুকিয়ে স্ক্রিনে তিন মিনিট তাকিয়ে থাকলেই চোখের দৃষ্টিশক্তির ক্ষমতা শনাক্ত করবে এ্যাপ নিয়ন্ত্রিত ডিভাইসটি। শুধু তাই নয়, চিকিৎসকের পরামর্শ নিতে হবে কি না, তাও জানাবে। আগামী বছর বাজারে আসবে। পোর্টেবল চার্জার ভ্রমণের সময় পোর্টেবল চার্জারের ব্যাটারির ক্ষমতা শেষ হলেও ক্ষতি নেই। সূর্যের আলো কাজে লাগিয়ে ঠিকই স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার চার্জ করে দেবে ‘দ্য সান ভোল্ট’। পানিপ্রতিরোধী চার্জারটিতে ইউএসবি পোর্ট থাকায় ক্যামেরার ব্যাটারিও চার্জ করা সম্ভব। দাম পড়বে ২০ ডলার। সূত্র : বিবিসি
×