ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে ইয়াফেস

দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের সমীক্ষা শীঘ্রই

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ নভেম্বর ২০১৭

দক্ষিণাঞ্চলে  পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের সমীক্ষা শীঘ্রই

সংসদ রিপোর্টার ॥ দেশের দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য শীঘ্রই স্থান নির্বাচনের প্রাথমিক সমীক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি সমীক্ষা প্রকল্প দাখিল করেছে। যা পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হলেই সমীক্ষা কাজ শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এতথ্য জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।
×