ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজও বৃষ্টি হবে

লঘুচাপ নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সঙ্কেত

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ নভেম্বর ২০১৭

লঘুচাপ নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সঙ্কেত

স্টাফ রিপোর্টার॥ সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আরও ঘনীভূত হয়ে উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তারা জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সারাদেশে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরসমুহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকেই সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিপাত ছিল। আজও দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত থাকবে। এদিকে গত দুদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ সারাদেশের জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হচ্ছে। দুদিনে সূর্যের মুখ দেখা যায়নি। আকাশ ছিল মেঘে ঢাকা। প্রকৃতিতে বিরাজ করছে শীতের আমেজ। কাঁথা-কম্বল মুড়ি দিয়ে রাত কাটছে অনেকেরই। মনে হচ্ছে, প্রকৃতিতে শীত ঋতু শুরু হয়েছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত থেমে গেলে এ অবস্থা কেটে যাবে। আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশিদ জনকণ্ঠকে বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বড় ধরনের ঝড় বা বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে তিনি জানান, এর প্রভাবে আজ শুক্রবারও সারাদেশের বিভিন্নস্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে শীতের অনুভূতি সৃষ্টি হচ্ছে। শনিবার থেকে এই অবস্থা কেটে যেতে পারে। ফলে তাপপাত্রা কিছুটা বাড়বে। তবে সামনে শীত ঋতু। তাই প্রকৃতিতে ক্রমান্বয়ে তাপমাত্রা কমে আসছে। স্বাভাবিক নিয়মেই শীত আসবে বলে তিনি উল্লেখ করেন। এদিনে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে। একই কারণে নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা উল্লেখ করা হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি কার্যত স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিমি দক্ষিণ-পশ্চিম, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিমি দক্ষিণ,দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আরও ঘনীভূত হয়ে উত্তর/ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি’র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি যা দম্কা অথবা ঝড়োহাওয়া আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপের কারণে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
×