ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তির মিলনমেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ প্রদর্শনী ৬ ডিসেম্বর শুরু

প্রকাশিত: ০৫:২৫, ১৭ নভেম্বর ২০১৭

তথ্যপ্রযুক্তির মিলনমেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ প্রদর্শনী ৬ ডিসেম্বর শুরু

স্টাফ রিপোর্টার ॥ দেশে তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) ৫ম বারের মতো তথ্যপ্রযুক্তির এই মহাযজ্ঞের আয়োজন করা হবে। প্রদর্শনীতে দেশী বিদেশী শতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেবে। আগামী ৬ ডিসেম্বর সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ উদ্বোধন করবেন। প্রদর্শনী শেষ হবে ৯ ডিসেম্বর। ডিজিটাল প্রদর্শনী উপলক্ষে বৃহস্পতিবার কাওরানবাজারে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে সহযোগী হিসেবে থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও একসেস টু ইনফরমেশন (এটুআই)। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘আগামীর জন্য প্রস্তুত’ (রেডি ফর টুমরো)। মূলত এ প্রতিপাদ্য তথ্যপ্রযুক্তির যুগে বাংলাদেশের অর্জন ও অগ্রগতিকেই প্রতিফলিত করবে।
×