ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবায়নযোগ্য প্রযুক্তি মেলা শুরু রবিবার

প্রকাশিত: ০৫:২৪, ১৭ নভেম্বর ২০১৭

নবায়নযোগ্য প্রযুক্তি মেলা শুরু রবিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১৯ থেকে ২১ নবেম্বর ২০১৭ প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী নবায়নযোগ্য শক্তি বিষয়ে কর্মরত ব্যক্তি/প্রতিষ্ঠান নিয়ে এক কর্মশালা ও প্রযুক্তি মেলা। এর মূল আয়োজক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা ইডকল, সহযোগিতায় জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন কেএফডব্লিউ এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে অল্টারনেটিভ এনার্জি প্রমোশন সেন্টার (অঊচঈ), নেপাল। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। ১৫টি দেশের প্রায় ৫০ জন বিদেশী এবং ৮০ জন স্থানীয় অংশগ্রহণকারী এ কর্মশালায় যোগদান করবেন। কর্মশালার পাশাপাশি একই স্থানে তিন দিনব্যাপী একটি নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি মেলাও অনুষ্ঠিত হবে, যেখানে ৩৫টি স্টলের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিসংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি এবং প্রকল্প প্রদর্শিত হবে।
×