ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শহরে আসতে হবে না, গ্রামেই মিলবে চাকরি ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৫:২৪, ১৭ নভেম্বর ২০১৭

শহরে আসতে হবে না, গ্রামেই মিলবে চাকরি ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কয়েক বছর পর চাকরির জন্য আর শহরে আসতে হবে না। গ্রামে গ্রামেই মিলবে চাকরি। আমরা গ্রামকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি। বর্তমানে ১৪শটি প্রকল্প চালু আছে। এগুলো বাস্তবায়িত হলে গ্রাম আর গ্রাম থাকবে না। ১০০টি বিশেষ ইকোনমিক জোনও গ্রামীণ এলাকাতে হচ্ছে। সেখানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জিডিপ প্রবৃদ্ধি ও সামষ্টিক অর্থনীতির চিত্র তুলে ধরতে পরিকল্পনা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কেএম মোজাম্মেল হক, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জুয়েনা আজিজ, আইএমইডি সচিব মফিজুল ইসলাম প্রমুখ। মন্ত্রী বলেন, বাংলাদেশে মধ্য আয়ের মানুষের সংখ্যা এখন তিন কোটি। মোট জনসংখ্যার তুলনায় এটি এখনও অনেক কম। ভারত এবং চীনে মোট জনসংখ্যার অনুপাতে মধ্য আয়ের মানুষের সংখ্যা অনেক বাড়ছে। সেই অনুয়ায়ী আমাদের দেশে বাড়ছে না। এজন্য মধ্য আয়ের মানুষ (মিডল ইনকাম গ্রুপ) আরও বাড়াতে হবে। এই সংখ্যা বাড়াতে কাজ করছে সরকার। বিদেশী বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার নিজে ব্যবসা করবে না, তবে ব্যবসার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে। সেই পরিবেশ ইতোমধেই দেশে সৃষ্টি হয়েছে। জার্মানি আমাদের বিদ্যুত খাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। রাজধানীর ঝিলিমিল প্রকল্পে মালয়েশিয়া-অস্ট্রিয়া ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বিনিয়োগের বিষয়টিও চুক্তির মাধ্যমে চূড়ান্ত হয়েছে। নতুন নতুন বিনিয়োগকারীদের ঝোঁক এখন বাংলাদেশের প্রতি। আগামী কয়েক বছরেই বাংলাদেশের চেহারা পাল্টে যাবে।
×