ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাটা সু’র ২৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৫:২২, ১৭ নভেম্বর ২০১৭

বাটা সু’র ২৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু’র পরিচালনা পর্ষদ অন্তর্বর্তীকালীন ২৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি বছরের নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় বৃহস্পতিবার এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। লভ্যাংশসংক্রান্ত শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ৭ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই দিন যাদের কাছে বাটা সু’র শেয়ার থাকবে, তারা ২৩০ শতাংশ হারে লভ্যাংশ পাবে। বাটা সু’র চলতি বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৬.৭১ টাকা, যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৪৬.৮৭ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ৯.৮৪ টাকা বা ২১ শতাংশ। এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭.৪২ টাকা, যার পরিমাণ আগের বছর ছিল ২২.০৮ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ৪.৬৬ টাকা বা ২১ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টারর ইস্টার্ন কেবলের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা প্রকৌশল খাতের ইস্টার্ন কেবল লিমিটেডের পরিচালক খন্দকার মনির উদ্দিন নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ঘোষণা অনুযায়ী খন্দকার মনির উদ্দিন তার হাতে থাকা মোট ৮ লাখ ২৭ হাজার ১০০টি শেয়ারের মধ্যে ৩ লাখ ৪৭ হাজার ১০০টি শেয়ার বর্তমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×