ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শতভাগ ব্যাংকের দাম বেড়েছে

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:২১, ১৭ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। একদিন বিরতির পর বৃহস্পতিবার উভয় বাজারেই সবকটি ব্যাংকের দর বেড়েছে। আগের দিন সবকটি ব্যাংকেরই দর কমেছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৪৫ কোটি ২৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৮৮৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। সকালে সূচকের নেতিবচাক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৫ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীন ফোন, সিটি ব্যাংক, এবি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইনান্স, ইউনাইটেড পাওয়ার, ঢাকা ব্যাংক ও জেনারেশন নেক্সট ফ্যাশন। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : গোল্ডেন হার্ভেস্ট, মিথুন নিটিং, নর্দান জুট, জেনারেশন নেক্সট ফ্যাশন, সালভো কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, এস আলম স্ক্রিস্টাল, রেকিট বেনকিসার ও প্রাইম টেক্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার, ডরিন পাওয়ার, সোনারগাঁও টেক্সটাইল, সিনোবাংলা ইন্ড্রাস্টিজ. প্যারামাউন্ট টেক্সটাইল, অলটেক্স, প্রগতি ইন্স্যুরেন্স ও এনভয় টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৬৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, এবি ব্যাংক, গ্রামীন ফোন, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ও ইউসিবি।
×