ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেতু নির্মাণের দাবি

প্রকাশিত: ০৫:১৬, ১৭ নভেম্বর ২০১৭

সেতু নির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। স্থানীয় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার মানুষ বৃহস্পতিবার এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া ও চিপাবারইখালী গ্রামের মধ্যবর্তী খালের সেতুটি প্রায় একযুগ আগে ভেঙ্গে পড়ে। এরপর থেকে স্থানীয়ভাবে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করেন এলাকার লোকজন। সাঁকোটির দুই পাড়ে থাকা চিপাবারইখালী মাধ্যমিক বিদ্যালয়, আররহমাহ ইনস্টিটিউট, চালিতাবুনিয়া হেফজখানা, ওলামাগঞ্জ দাখিল মাদ্রাসা ও চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ৩-৪ গ্রামের শত শত মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিষ্ণুমূর্তি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ নবেম্বর ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় নিয়ামতপুর থানার পুলিশ প্রায় ৩৫ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এদিন সকালে উপজেলার চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদির বামইন ডেরিপাড়ার পুকুর খননকালে মূর্তিটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেটি হেফাজতে নেয়। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। আদালতের আদেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ওসি জানান।
×