ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাক্টর-অটোরিক্সা সংঘর্ষ

নাটোরে দম্পতিসহ নিহত তিন

প্রকাশিত: ০৫:১২, ১৭ নভেম্বর ২০১৭

নাটোরে দম্পতিসহ নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৬ নবেম্বর ॥ ট্রাক্টর ও অটোরিক্সার সংঘর্ষে দম্পতিসহ তিন অটোরিক্সাযাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক আহসান ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার ভুবনতারা গ্রামের মোহম্মদ কালুর ছেলে মোহম্মদ শরিফ (৩৫), শরিফের স্ত্রী রেশমা বেগম(৩০) ও নাটোর শহরের বড়গাছা এলাকার তোফাজ্জল হোসেন (৪৫)। ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ও নাটোর ফায়ার সার্ভিসের সদস্য জানান, সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের আহসান ব্রিজের কাছে নাটোরগামী একটি অটোরিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা খোয়া বোঝাই একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সাটি ছিটকে ব্রিজের নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে অটোরিক্সার ওপর পড়ে। ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় অটোরিক্সার অপর ৪যাত্রী আহত হয়। টঙ্গীতে স্বামী নিহত ॥ স্ত্রী আহত নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর বাটা গেটের সামনে একটি বাস রাস্তা পারাপাররত এক দম্পতিকে চাপা দিলে স্বামী শহীদুল ইসলাম (৩৫) নিহত হন এবং তার স্ত্রী মাজেদা আক্তার (৩০) গুরুতর আহত হন। মাজেদাকে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। নিহত শহীদুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। পার্বতীপুরে হেলপার নিজস্ব সংবাদদাতা পার্বতীপুর থেকে জানান, খুলনাগামী তেলবাহী লরির সঙ্গে কার্গো ট্রাকের সংঘর্ষে হেলপার বিপ্লব (২২) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বড়পুকুরিয়া খনি সংলগ্ন রেলগেটে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায়। নিহতের পিতার নাম মোঃ জয়নুল। বাড়ি নীলফামারী সদরের খোকসা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। ট্রাকের ড্রাইভার আহত হয়েছে। গেটম্যান গা-ঢাকা দিয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট খোলা থাকায় ট্রাকটি পূর্ব থেকে পশ্চিম দিকে আসার সময় রেললাইনের ওপর সংঘর্ষে এ ঘটনা ঘটে।
×