ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে বীজ বিতরণ

প্রকাশিত: ০৩:৪৪, ১৭ নভেম্বর ২০১৭

বিনামূল্যে বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৬ নবেম্বর ॥ জেলার করিমগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শ’ প্রান্তিক ও জিরাতি কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করেছে সেবামূলক সংগঠন এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আয়লা গ্রামে জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি আলহাজ এরশাদ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলার একটি পৌরসভা ও ১১ ইউনিয়নের তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত পাঁচ শ’ প্রান্তিক ও জিরাতি কৃষকের প্রত্যেককে ১০ কেজি করে ব্রি-২৮ জাতের বীজ দেয়া হয়। আবু তাহেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ। পিঠামেলা নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ নবেম্বর ॥ বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বসেছিল হরেক রকম নবান্ন পিঠার মেলা। কেউ এনেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাটিসাপটা, পুলি। কেউবা রসবড়া, চশি, পাকন, বিবিয়ানাসহ বাহারি রকমের সুস্বাদু পিঠা। নবান্ন উৎসব উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে এ পিঠামেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে নবান্ন পিঠামেলার উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রুত কুমার শিকদার প্রমুখ।
×