ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৩:৪৪, ১৭ নভেম্বর ২০১৭

টু ক রো - খ ব র

হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ নবেম্বর ॥ চাঞ্চল্যকর কলেজছাত্র জীবন ব্যাপারী হত্যা মামলার প্রধান আসামি ও নানান অপকর্মের হোতা মিন্টু মৃধাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার ভোরে তাকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পাজাখালী গ্রামের মৃত হেলালউদ্দিন হাওলাদারের বাড়ি থেকে গ্রেফতার করে। গত ২৯ অক্টোবর গলাচিপা উপজেলার উলানিয়া কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ও দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর গ্রামের জিতু ব্যাপারীর একমাত্র ছেলে জীবন ব্যাপারী (১৮) বাউফল সদর ইউনিয়নের গোসিংগা আফছেরের গ্যারেজ এলাকায় তার প্রেমিকা তৃষ্ণা রানীর সঙ্গে দেখা করে বাড়ি যাওয়ার পথে ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও বহু অপর্কমের হোতা মিন্টু মৃধা ও তার ছেলে রাকিবসহ কয়েকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ১২২ কেজি গাঁজা আটক নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৬ নবেম্বর ॥ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ আটক করলে ও মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পুলিশ জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেকারকে থামার সঙ্কেত দিলে প্রাভেটকারের চালক দ্রুতগতিতে সামনের দিক অগ্রসর হয়ে চালকসহ দুজন পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের সিট ও ব্যাক ডালা থেকে ৬১টি প্যাকেটে দুই কেজি করে ১২২ কেজি গাঁজা উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৯ লাখ ৭৬ হাজার টাকা। ৫০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পটুয়াখালী-বরিশাল মহাসড়কের নগরীসংলগ্ন দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী বাস থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে নৌ সদর থানা পুলিশ। বুধবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। জব্দ হওয়া জাটকা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। নির্মাণ শ্রমিকদের সম্মেলন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নির্মাণ শ্রমিকদের ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় সম্মেলন ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ সম্মেলন ও প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির সভাপতি এমএ জলিল। সম্মেলন ও প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেনÑ কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মোঃ আজিজুর রহমান নিজামী, সাংগঠনিক সম্পাদক রুস্তুম আলী হাওলাদার, সদস্য সচিব এএএম ফয়েজ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, রাজশাহী নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। বক্তব্য রাখেনÑ বরিশাল সমাজতান্ত্রিক দল বাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মণিষা চক্রবর্তী, বিভাগীয় নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা প্রমুখ। ঈশ্বরদীতে তিন প্রকল্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর কাচারিপাড়ায় পৌর ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মন্ত্রী ৩৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে দুপুরে সাহাপুর স্কুল মোড় (আরএইচডি) হতে আওতাপাড়া ইউএনআর ভায়া আলহাজ সানাউল্লাহ জিপিএস রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে এ সময় ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহবুব শাহীন, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর বক্তব্য রাখেন। কলেজ ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৬ নবেম্বর ॥ মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি থেকে নির্বাচিত সংসদ সদস্য রেবেকা মমিন বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ মহিলা কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেছেন। পরে উপজেলা চত্বরে দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন তিনি। এ সময় মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাবেক মেয়র মোঃ শহীদ ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান রতন, দিলীপ দত্ত, তোফায়েল আহমেদ, মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। নোবিপ্রবিতে কৃষি দিবস পালন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৬ নবেম্বর ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় কৃষি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
×