ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপিডিএফে ভাঙ্গন

খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালন

প্রকাশিত: ০৩:৪৩, ১৭ নভেম্বর ২০১৭

খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নেতৃত্বে কোন্দলের জেরে পাল্টা কমিটি গঠনের প্রতিবাদে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল করেনি। অবরোধের সমর্থনে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে ইউপিডিএফের নেতাকর্মীরা। অবরোধের কারণে সবচেয়ে বেকায়দায় পড়েছে হাজারো জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীসহ শত শত পর্যটক। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় নিরাপত্তা বাহিনী রয়েছে সতর্ক অবস্থায়। পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রধান প্রসীত বিকাশ খীসার নেতৃত্বের বিরুদ্ধে সংগঠনের ভিন্নমত পোষণকারীদের হত্যা, চাঁদাবাজি, গুম, খুন, অপহরণ, জাতীয় দিবস বর্জনসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রবিরোধী কর্মকা- ও দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে গত বুধবার খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করে তপন জ্যোতি চাকমা বর্মা ও জলেয়া চাকমা তরুর নেতৃত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আলাদা সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। আইইউবিএটিতে সেমিনার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নার্সিং সোসাইটি ঢাকা আহসানিয়া মিশনের সঙ্গে যৌথভাবে স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম এবং মাদকদ্রব্য সম্পর্কিত এক সেমিনার মঙ্গলবার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। স্বাস্থ্যবিষয়ক এ প্রোগ্রামটির উদ্বোধন করেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অধ্যাপক এম এ জব্বার, রেজিস্ট্রার, প্রধান উপদেষ্টা ড. কারেন লুন, ডাক্তার এ এস মাসুদ, সমন্বয়কারী, কলেজ অব নার্সিং এবং ঢাকা আহসানিয়া মিশনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×