ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুর সিটি নির্বাচন ॥ ইসির লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৩:৪২, ১৭ নভেম্বর ২০১৭

রংপুর সিটি নির্বাচন ॥ ইসির লিফলেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ নবেম্বর ॥ আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীসহ সকলেই যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সে কারণে নগরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে রংপুর নগর ভবনের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ। পরে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। শিক্ষক পরিবারের ওপর হামলাকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ নবেম্বর ॥ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট এলাকার চকঢোষ গ্রামে সংখ্যালঘু এক শিক্ষক পরিবারের ওপর একের পর এক হামলা-মামলা ঘটনা নিয়ে গত ১৩ নবেম্বর সংবাদ প্রকাশ হলে বুধবার রাতে অভিযুক্ত নাছির উদ্দিন বাচ্চুকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত নাছির উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়।বোরহানউদ্দিন উপজেলার শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নেপাল চন্দ্র দে অভিযোগে করে বলেন, তিনি কাচিয়া ইউনিয়নের চকঢোষ মৌজার সাবেক ১৫৯ নম্বর খতিয়ানে পৈত্রিক ও ক্রয়সূত্রে এক একর ৯৫ শতাংশ জমির মালিক হয়েছেন। এ জমির প্রায় ৪৮ শতাংশ জমি নাছির উদ্দিন গং দীর্ঘদিন ধরে জোর করে ভোগদখল করছেন। এ জমি নিয়ে তিনি আদালতে বাটোয়ারা মামলা করেছেন।
×